এশিয়া কাপে পাকিস্তানের পর এবার ভারতের কাছেও ৫৯ রানে হেরে গেল বাংলাদেশ। নারী এশিয়া কাপে আজ সিলেটের মুখোমুখি হয় ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে আগে
ব্যাট করতে নেমে ১৫৯ রান সংগ্রহ করে ভারত নারী ক্রিকেট দল। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতি
হয় বাংলাদেশের। ওপেনিং জুটিতে ৪৫ রানের পার্টনারশিপ গড়ে তুললেও দুইজন মিলে বল খেলেছেন ৫৫টি। মুরশিদা খাতুন ২৫ বলে ২১ এবং আরেক ওপেনার ফারজানা হক
করেন ৪০ বলে ৩০ রান। এরপর রুমানা আহমেদ শূন্য রানের রান আউট এবং ঋতু মনী ১২ বলে ৪ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। যদিও অধিনায়ক নিগার সুলতানা খেলেছেন নিজের মতো করে। ৩০ বলে ৩৬ রান করে
আউট হন তিনি। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ভারতের দুই উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। পাওয়ার-প্লের ছয় ওভারে তুলেন ৫৯ রান। তখন মনে হচ্ছিল স্কোর ছাড়িয়ে
যেতে পারে দুইশ। কিন্তু ভারতের রান তোলার গতি ধাক্কা খায় ইনিংসের ১২তম ওভারে এসে। কেবল দুই রান দেন ফাহিমা খাতুন। শেষ বলে রান আউট হন স্মৃতি মান্ধানা। ৬ চারে ৩৮ বলে এর আগে ৪৭ রান
করেছিলেন তিনি। সঙ্গী শেফালির সঙ্গে ভুল বুঝাবুঝিতেই মূলত আউট হন তিনি। তবে রিতু মণির থ্রোও ছিল দারুণ। শেফালিকে পরে আউট করেছেন রুমানা আহমেদ। তার ঝুলিয়ে
দেওয়া বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। এর আগে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫৫ রান আসে শেফালির ব্যাটে। ভারতের রান তোলার গতি আর কখনোই প্রথম দশ
ওভারের মতো হয়নি। এর মধ্যে ১৭তম ওভারে এসে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন রুমানা। পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন রিচা ঘোষ। এরপর শেষ বলে বোল্ড হন কিরান প্রভু নাগভিরা। ইনিংসের একদম
শেষ ওভারে ৬ রান দিয়ে দীপ্তি শর্মার উইকেট নেন সালমা খাতুন। ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে এই উইকেট পেয়েছেন তিনি। সমান ওভার করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা।