বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আর ফেরা হবে কি না তা নিয়ে ছিল সন্ধেহ এক সময়ের অন্যতম হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমানের। কিন্তু ভারতীয় কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের
কল্যাণে আর অন্যদের ব্যর্থতার কারণেই হঠাৎ করে সুযোগ ডাক পান জাতীয় দলে। তাকে নামানো হচ্ছে ওপেনিংয়ে। সেখানেও ব্যার্থ সাব্বির। এমন সুযোগ আর কোনো
ক্রিকেটার পেয়েছে? এ প্রশ্নে অনেকেই ‘না’ বলবেন হয়তো। উত্তর খোঁজার আগে যেটা জানা প্রয়োজন- সাব্বির কি সুযোগের সদ্ব্যবহার করছেন? জাতীয় দলে ফিরে কেমন তার পারফরম্যান্স?
এ প্রশ্নে যে কেউ বলবেন, মাঠের পারফরম্যান্সের চেয়ে টিকটকে মনোযোগ তার প্রবল। তিন বছর পর দলে ফিরে সাব্বির রান করেছেন মাত্র ৩১, আর টিকটক ভিডিও করেছেন ৩৮টি।
এশিয়া কাপে যোগ দিয়ে শ্রীলংকা ম্যাচে ওপেনিংয়ে নামেন সাব্বির। ৬ বলে ৫ রান করেই আউট। পরের ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর ৯ বলে ১২ এবং ১৮ বলে ১৪ রান। মোট ৩১ রান করেছেন।
অথচ এই সময়ের মধ্যে তিনি টিকটকে ৩৮টি ভিডিও পোস্ট করেছেন। এর মাঝে তার ভিডিও শেয়ারিং অ্যাপের আইডি ভেরিফাইও হয়েছে। সেই খবর আবার প্রচারও করেছেন সাব্বির।
এ বিষয়ে তুমুল সমালোচনা চলছে তাকে নিয়ে। ট্রলড হচ্ছেন। সাব্বিরের টিকটক ধরেই সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হয়েছে- রানের যা পরিস্থিতি, আ তি তি তি। হয়তো রানে থাকলে এমন পরিস্থিতির মুখে পড়তেন না সাব্বির।
এদিকে মেকশিফ্ট ওপেনার নিয়ে পড়ে আছেন বাংলাদেশের থিংক ট্যাঙ্কাররা। সে সুবাদে হয়তো আজ কিউইদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাব্বিরকেও দেখা যেতে পারে ওপেনিংয়ে। সাব্বির কি পারবেন পারফরম্যান্স দিয়ে ট্রল আর
সমালোচনাকে থামাতে! আজ রবিবার (৯ অক্টোবর) ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।