আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সুখবর দিলেন রমিজ রাজা। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানালেন, বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের পেস আক্রমণের সেরা অস্ত্রকেবিশ্বকাপে পাচ্ছে বাবর
আজমদের দল। আফ্রিদি ফের প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরাবেন তার পেস বোলিংয়ে। হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ২২ বছর বয়সি এ পাকিস্তানি পেসার। বর্তমানে ইংল্যান্ডে পুনর্বাসনে প্রক্রিয়া চলছে তার।বিশ্বকাপের আগেই সেই প্রক্রিয়া শেষ করবেন
শাহিন। চোটের কারণে নেদারল্যান্ডস সিরিজ, এশিয়া কাপ, ইংল্যান্ড সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারেননি তিনি। এ মুহূর্তে শাহিনের হাঁটুর চোট কতটুকু সেরেছে তার আপডেট দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।
এক সাক্ষাতকারে রমিজ রাজা বলেছেন, ‘দুই দিন আগে শাহিনের সঙ্গে আমার কথা হয়েছে। খুব ভালো উন্নতি হয়েছে। ওর চিকিৎসকরা আমাকে ভিডিও পাঠিয়েছেন। ৯০ শতাংশ ঠিক হয়ে
গেছে ইনজুরির। চিকিৎসকরা আশা করছেন বিশ্বকাপের আগে শতভাগ প্রস্তুত হয়ে যাবে শাহিন।’ তবে ফিট হওয়ার পরও শাহিনকে শুরুতেই মাঠে নামাতে চায় না পাকিস্তান
টিম ম্যানেজমেন্ট। এ বিষয়ে রমিজ রাজা বলেন, ‘হাঁটুর চোট খুব স্পর্শকাতর ব্যাপার। আমাদের মত হচ্ছে- শাহিন ১১০ শতাংশ ফিট না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নেব না। তবে
আমি যখন শাহিনের সঙ্গে কথা বলেছি, সে বলছিল যে ১১০ শতাংশ ফিট হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও খেলতে চেয়েছে।’ আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ সেই ম্যাচেই নামতে চাইছেন শাহিন শাহ আফ্রিদি।