চলতি বছর ব্যাটে হাতে বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ছিলেন একেবারেই বিবর্ণ। দেশের মাটি কিংবা বিদেশে, সব জায়গাতেই রান খরায় ভুগছিলেন এই ব্যাটার। ‘দেশের বাইরে রান পান না মুমিনুল’ সাবেক এই অধিনায়ককে
নিয়ে এমন একটা তত্ত্ব তো আগেই প্রচলিত ছিল, চলতি বছর মুমিনুল দেশের মাটিতেও রান করতে হিমশিম খাচ্ছিলেন। এ অবস্থায় অধিনায়কত্ব তো বটেই, জাতীয় দল থেকেই বাদ পড়ে যান মুমিনুল। এখন তার ঠিকানা হয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
দুয়েকদিনের মধ্যেই ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। দেশ ছাড়ার আগে মুমিনুলকে নিয়ে বেশ আশার কথায় শোনালেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। এই নির্বাচক জানিয়েছেন মুমিনুলের সামর্থ্য সম্পর্কে নিঃসন্দেহ নির্বাচকরা।
হাবিবুলের ভাষ্য, ‘এটা শুধু মুমিনুল না। আপনি যদি আমাদের দলটা দেখে থাকেন এটা আমাদের টেস্ট দলকে রিফ্লেক্ট করছে। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলেছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে আস্থা ফিরে পাওয়া, এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ।’
শুধু মুমিনুল নন, বাকিদের জন্যও ভালো সুযোগ দেখছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক, ‘মুমিনুল যেন টাচে ফিরে আসে প্লাস এখানে যদি আরও কিছু প্লেয়ার দেখেন তারা কিন্তু বেশি টেস্ট খেলেনি, তাদের জন্য
সফর আরও বেশি গুরুত্বপূর্ণ। সাইফ, সাদমান ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজেদের খেলাটা বুঝতে পারবে। আমি মনে করি সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে, লাস্ট সিরিজের পর যেহেতু একটা গ্যাপ পড়েছে।’
জাতীয় দলের হয়ে মাঠে খেলতে নামলে নিজের ভুল ত্রুটি সম্পর্কে কাজ করার খুব একটা সময় থাকে না। সে কারণে এই ধরণের সিরিজ গুলোতে নিজের দুর্বলবতা গুলো কাজ করতে সহজ হয় বলে মানছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এ নির্বাচকের মতে, ‘যেহেতু আন্তর্জাতিক সিরিজের সময় কাজ করার সময় খুব একটা থাকে না। এই ধরনের খেলাগুলো নিজের দুর্বলতা, নিজের সম্পর্কে জানতে খুব সাহায্য করে। আন্তর্জাতিক
টেস্টে যেমন কেউ নিজের খেলা পরিবর্তন করতে চায় না, ন্যাচারাল খেলাটাই খেলে। কিন্তু এ ধরনের সিরিজে যার যে জায়গায় ল্যাকিংস আছে সেটাতে কাজ করতে পারে।’