প্রথম ম্যাচে হারের পর জয়ের খোঁজে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ
সময় দুপুর ১২টা ১০ মিনিটে। ইতিমধ্যেই এই ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউইদের বিপক্ষে টাইগার
একাদশে এসেছে ২টি পরিবর্তন। রান খড়ায় ভুগতে থাকা সাব্বির রহমানকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে ফর্মহীনতায় থাকা মোস্তাফিজকেও বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে।
সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন।