দুইটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। তামিল নাড়ু একাদশের বিপক্ষে হতে যাওয়া এ দুই সিরিজের জন্য ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নেতৃত্বের দায়িত্ব
দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে।চারদিনের ম্যাচের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। তবু মিঠুনকেই দুই সিরিজের অধিনায়কত্ব দিয়েছে বিসিবি। তার অধীনেই তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুই সিরিজে পাঁচটি ম্যাচ খেলবেন
এনামুল হক বিজয়, মুমিনুল হক, তাইজুল ইসলামরা।এ দুই সিরিজে খেলতে চেন্নাইয়ের উদ্দেশে দেশ ছারেছেন দলে ডাক পাওয়া খেলোয়াড়রা। প্রথম চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ১২ অক্টোবর থেকে। পরের শুরু ১৯
অক্টোবর। দুইটি ম্যাচই হবে এম এ চিদম্বরম স্টেডিয়ামে।এরপর একই মাঠে তামিল নাড়ু একাদশের বিপক্ষে একদিনের তিন ম্যাচের সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রায় সাড়ে তিন সপ্তাহের সফর শেষে আগামী ১ নভেম্বর
দেশে ফিরে আসবেন ক্রিকেটাররা।নেতৃত্বে ওপেন করবেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ২ নম্বর পজিশনে ব্যাট করবে জাতীয় দলের ব্যাটম্যান মুমিনুল হক। তিন নম্বর পজিশনে ব্যাট করবেন অধিনায়ক নিজে। ৪,৫,৬ নম্বর
পজিশনে যথাক্রমে তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাইম হাসান আসবেন। বোলার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ।চারদিনের ম্যাচে সম্ভব্য
একাদশ মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাইম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ।