মিঠুন-মুমিনুল হক-সাদমান ইসলাম-সাইফ হাসান-এনামুল হক বিজয়রা দুটি চার দিন আর তিনটি ওয়ানডে খেলতে আজই দেশ ছাড়ার কথা। বাংলাদেশ ‘এ’ দলের
হয়ে তারা মাঠে নামবেন। কয়েকদিন ধরে আলোচনা চলছিল এই সফরে নাকি দলের সঙ্গে প্রস্তাব দিলেও সেটি ফিরিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর
নেওয়া জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক ও তামিম আর সেইসঙ্গে বিশ্বকাপ দলের বাইরে থাকা মাহমুদউল্লাহও। তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নানা কানাঘুষা
শুরু হয়। তবে প্রস্তাব দেওয়া ও ফিরিয়ে দেওয়া, এমন কোনো কিছুই হয়নি বলে জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে।এ ব্যাপারে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা
হয়েছে। বাশার বলেন, ”আমি জানিনা এ রকম কথা (তামিমদের ’এ’ দলের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেওয়া ও সেটি ফিরিয়ে দেওয়া) কেন আসছে। এটি একদমই সঠিক নয়। কারণ আমাদের তিনজন সিনিয়র খেলোয়াড়, ওদের পছন্দে অগ্রাধিকার দেওয়া
হয়। ওরা কোনটা বেছে নেবে। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট (জাতীয় ক্রিকেট লিগ) চলছে এখন। যদি প্রথম শ্রেণির ক্রিকেট না থাকতো, তাহলে হয়তো তারা এই সুযোগটা নিতেন। এটা আসলে প্রস্তাব দেওয়ার কিছু নেই। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো
ব্যাপারটা নয়।”“আমি আবার বলছি, প্রস্তাব দেওয়ার মতো কিছু নয়। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো কিছু নয়। আমরা যখন কোনো সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলি, তখনও তাদের পছন্দে অগ্রাধিকার দেওয়া হয় যে তোমরা ম্যাচ খেলবে কিনা (কোনো সফরের আগে
বা বিভিন্ন সিরিজে আগে আমরা যে ম্যাচ খেলে থাকি)। ”আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে (এনসিএলে) খেলবেন মুশফিক-তামিম। সেখান থেকে তারা আসলে বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারত সফরের প্রস্তুতি নিবেন
বলে জানান বাশার,”যেহেতু জাতীয় লিগে খেলছে, ওরা বলছে না আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে চাই। প্রস্তুতির কিন্তু পর্যাপ্ত সুযোগ ওরা পাচ্ছে। ব্যাপারটা আসলে একদমই ওরকম নয়।”