ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফাস্ট বোলার জাহানারা আলম। এশিয়া কাপে আজ শ্রীলংকার বিপক্ষে বল হতে এক উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন বাংলাদেশি পেসার
জাহানারা। নারী এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার সকালে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছিল সিলেটে। এমন দিনে নিগার সুলতানা জ্যোতির টস ভাগ্য যেন সোনায় সোহাগা। ফিল্ডিং
নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক। আর দ্বিতীয় ওভারেই পথের কাঁটা আতাপাত্তুকে সরিয়ে দেন জাহানারা। এর আগের তিন ম্যাচে সুযোগ না পাওয়া এই পেসার দুর্দান্ত শুরু এনে দেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে
জাহানারার ১০০ উইকেট পূর্ণ হলো।আর এতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ৭৩ টি-টোয়েন্টি ম্যাচে জাহানারার উইকেট ৫৬টি। আর ৪৭ ওয়ানডেতে
উইকেট ৪৪টি। টি-টোয়েন্টিতে ওভার প্রতি ৫.৩৮ রান দিয়ে এই উইকেটগুলো নেন জাহানারা। সেরা বোলিং ২৮ রানে ৫ উইকেট। আর ওয়ানডেতে ওভার প্রতি খরচ করেন ৪.১৬ রান। ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ওয়ানডের সেরা বোলিং করেন
জাহানারা। জাহানারা বাংলাদেশের প্রথম পেসার হিসেবে উইকেটের সেঞ্চুরি করলেন। তার আগে সালমা খাতুন, রুমানা আহমেদ ও নাহিদা আক্তার আন্তর্জাতিক ক্রিকেটে শত উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন, তারা প্রত্যেকে স্পিনার।