দীর্ঘদিন পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের আবারো সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মূলত টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের যাওয়াতেই আবারো বাংলাদেশ দলের সুযোগ পান তিনি। প্রথমে
দুবাইয়ে এবং পরবর্তীতে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পা নিয়ে তিনি।শেষ পর্যন্ত সাব্বির রহমান রান করতে না পারায় তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। একাদশে
সুযোগ পেয়ে না ভালো না খারাপ দুটোই করেছেন তিনি। তার কারণ ২৯ বল মোকাবেলা করে ৩৩ রান করে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত।তবে সুযোগ পাওয়ার আগে কোচের সাথে ওপেনিংয়ে খেলার ব্যাপারে কথা
বলেছিলেন শান্ত। অনুশীলনায় নতুন বল দিয়ে প্র্যাকটিস করেছেন তিনি। গতকাল ম্যাচ হারের পর তিনি বলেছেন, “যখনই দলে সুযোগ পেয়েছি, তখনই কথা হয়েছে কোচের সাথে যে- আমি যদি সুযোগ পাই তাহলে উপরের দিকেই
ব্যাটিং করব। অনুশীলনেও আমি নতুন বলের প্রস্তুতিই নিয়েছি।”উইকেটে সেট হওয়া শান্ত আউট হয়েছেন ৯ম ওভারে। এরপরই বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। উইকেটে সেট হয়েও নিজের ইনিংস লম্বা করতে না পারার আফসোস
আছে শান্তর, “যেহেতু আমি সেট হয়ে গিয়েছিলাম,ওই জায়গা থেকে যদি চালিয়ে যেতে পারতাম তাহলে টিমের জন্য ভালো হতো। সামনের ম্যাচে যদি সুযোগ আসে তাহলে চেষ্টা থাকবে ইনিংস যত লম্বা করা যায়।”