টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে সুবিধে করতে পারছে না বাংলাদেশ দল। প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে ন্যূনতম লড়াইও করতে
পারেনি টাইগাররা। সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে সকাল আটটায় মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচে হারের পর
মানসিক দিক থেকে বেশ পিঁছিয়েই আছে সাকিব আল হাসানের দল। তবে কিউই ম্যাচ শুরুর একদিন আগে আজ মঙ্গলবার দলের অনুশীলনে খেলোয়াড়দের
উদ্দেশ্যে কথা বলতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক সাকিবকে। এদিকে আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের তিন পরিবর্তনের একটি ছিল
শান্তর ফেরা। ওপেনিংয়ে ব্যর্থ সাব্বির রহমানকে বাইরে রেখে এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটির সঙ্গী করা হয় শান্তকে। আগামীকালও একই একাদশ নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান(অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।