1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
মাত্র পাওয়াঃ ওপেনিংয়ে ব্যর্থতা কাঁটাতে আগামী ম্যাচে সুযোগ পাচ্ছে সৌম্য সরকার - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

মাত্র পাওয়াঃ ওপেনিংয়ে ব্যর্থতা কাঁটাতে আগামী ম্যাচে সুযোগ পাচ্ছে সৌম্য সরকার

  • প্রাবলিশ করা হয়েছে : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬৯৩ জন পড়েছে

সৌম্যও এবার একটা সুযোগ ডিজার্ব করে! বলছি না বর্তমান দলের কাউকে বাদ দেন কারন যে পার্ফম তাতে নির্দিষ্ট করে কাউকে বাদ দিতে বলা খুব কঠিন।বরং মার্জিত ভাষায় রেষ্ট দেন। শান্ত সুযোগ কাজে লাগিয়েছে মন্দের ভালো। যেমনটা এশিয়া

কাপে মিরাজ কাজে লাগিয়ে ছিলো। লিটনকে তো আর ওপেনিংয়ে পাঠাবে না ম্যানেজমেন্ট! অথচ লিটন ভালোই করছিলো বাদ পড়ার পরে আবার দলে ফিরে।যেহেতু ওপেনার হিসাবে প্রায় সকলকেই ম্যানেজমেন্টের

দেখা হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে। শুধু বাদ রয়ে গেছে সৌম্য। তাকেও সুযোগ দেওয়া হোক। দেখা যাক সৌম্য কি করে।সৌম্য যদি সৌম্যের ন্যায় ব্যাটে বল লাগাতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশের ইনিংসের চেহারা পাল্টে যাবে।

আবার বর্তমান সৌম্যের ফর্মের যে খারাপ অবস্থা সেটাও জানি। সাব্বিরও ফর্মে ছিলো না সুযোগ পেয়েছে। শান্তও আহামরি কিছু না করেই বিশ্বকাপ দলের সদস্য। তাই সৌম্যকে যেহেতু দলে স্ট্যান্ডবাই রাখা হয়েছেই তাই একাদশে একটা দুইটা

সুযোগ দেওয়া যেতে পারে।বিঃদ্রঃ আমি বিশ্বকাপ দলে সাব্বির শান্ত সৌম্যকে কখনই চাই নি। কারন পার্ফ না করে দলে থেকে যাওয়া বা ডুকে যাওয়ার নজির কখনই ভালো কিছু বয়ে আনে না।কিন্তু

যেহেতু দলের অংশ এখন তাহলে একটা দুইটা সুযোগ তো পেতেই পারে। কারন ম্যানেজমেন্ট বিশ্বাস করে বলেই সৌম্যকে দলে রাখা এবার না হয় তাদের বিশ্বাসের ফলন ঘটাক।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com