সৌম্যও এবার একটা সুযোগ ডিজার্ব করে! বলছি না বর্তমান দলের কাউকে বাদ দেন কারন যে পার্ফম তাতে নির্দিষ্ট করে কাউকে বাদ দিতে বলা খুব কঠিন।বরং মার্জিত ভাষায় রেষ্ট দেন। শান্ত সুযোগ কাজে লাগিয়েছে মন্দের ভালো। যেমনটা এশিয়া
কাপে মিরাজ কাজে লাগিয়ে ছিলো। লিটনকে তো আর ওপেনিংয়ে পাঠাবে না ম্যানেজমেন্ট! অথচ লিটন ভালোই করছিলো বাদ পড়ার পরে আবার দলে ফিরে।যেহেতু ওপেনার হিসাবে প্রায় সকলকেই ম্যানেজমেন্টের
দেখা হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে। শুধু বাদ রয়ে গেছে সৌম্য। তাকেও সুযোগ দেওয়া হোক। দেখা যাক সৌম্য কি করে।সৌম্য যদি সৌম্যের ন্যায় ব্যাটে বল লাগাতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশের ইনিংসের চেহারা পাল্টে যাবে।
আবার বর্তমান সৌম্যের ফর্মের যে খারাপ অবস্থা সেটাও জানি। সাব্বিরও ফর্মে ছিলো না সুযোগ পেয়েছে। শান্তও আহামরি কিছু না করেই বিশ্বকাপ দলের সদস্য। তাই সৌম্যকে যেহেতু দলে স্ট্যান্ডবাই রাখা হয়েছেই তাই একাদশে একটা দুইটা
সুযোগ দেওয়া যেতে পারে।বিঃদ্রঃ আমি বিশ্বকাপ দলে সাব্বির শান্ত সৌম্যকে কখনই চাই নি। কারন পার্ফ না করে দলে থেকে যাওয়া বা ডুকে যাওয়ার নজির কখনই ভালো কিছু বয়ে আনে না।কিন্তু
যেহেতু দলের অংশ এখন তাহলে একটা দুইটা সুযোগ তো পেতেই পারে। কারন ম্যানেজমেন্ট বিশ্বাস করে বলেই সৌম্যকে দলে রাখা এবার না হয় তাদের বিশ্বাসের ফলন ঘটাক।