ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচে হারের পর মানসিক দিক থেকে বেশ পিঁছিয়েই আছে
সাকিব আল হাসানের দল। তবে কিউই ম্যাচ শুরুর একদিন আগে আজ মঙ্গলবার দলের অনুশীলনে খেলোয়াড়দের উদ্দেশ্যে কথা বলতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক সাকিবকে।
বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে টাইগারদের আজকের অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশিত হয় সেখানে দেখা যায় অধিনায়ক সাকিব দলের সকল খেলোয়াড়কে পাশে নিয়ে কথা বলছেন। ধারণা করা
হচ্ছে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কৌশল সম্পর্কে সবাইকে অবগত করছেন এই টাইগার অধিনায়ক। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও দেখা যায় মনোযোগ সহকারে সাকিবের কথা শুনতে। এদিন
অবশ্য নেটে বোলিং অনুশীলন করতে দেখা গেছে সবশেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়া পেসার মোস্তাফিজুর রহমানকে। এছাড়া নেটে স্পিনার নাসুম আহমেদকেও বল হাতে অনুশীলনে দেখা গিয়েছে। আরেক পেসার এবাদত
হোসেনো বল হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। এদিন ব্যাটিং অনুশীলন করার মধ্যে মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেনকে দেখা গিয়েছে নিজেকে প্রস্তুত করার চেষ্টায়। এছাড়া ব্যাটিং করেছেন লিটন দাস, ইয়াসির রাব্বিও। শেষ দিকে সৌম্য
সরকারকে দেখা গিয়েছে বল হাতে বোলিং অনুশীলন করতে। আগামীকাল ক্রাইস্টচার্চে সকাল আটটায় নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এ ম্যাচ হারলেই সিরিজের ফাইনাল থেকে ছিটকে যাবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাইফউদ্দিন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মাহেদী হাসান ও সৌম্য সরকার।