বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। যেদিন এ দুজন ভালো করেন সেদিন আলোর মুখ দেখতে পায় পাকিস্তান। একসঙ্গে জ্বলে উঠলে তো কথাই নেই। কিন্তু দুজনের একেক জন
একেকদিন জ্বলে উঠলেও জয়ের মুখ কিংবা ভালো সংগ্রহের মুখ দেখে পাকিস্তান। আর যেদিন ব্যর্থ হন সেদিন মিডল অর্ডার ব্যাটসম্যানরাও টুকটুক করতে থাকেন। সেইদিন আর ম্যাচ জয় তো দূরের কথা আগে ব্যাট করলে ভালো কোনো সংগ্রহও পায় না পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো তেমনটাই ঘটেছে। বাবর আর রিজওয়ানের ব্যাট হাসেনি, দাঁড়াতে পারেনি পাকিস্তানের ভঙ্গুর মিডল অর্ডারও। ফল, ২০ ওভারে ৭ উইকেটে
মাত্র ১৩০ রানই তুলতে পেরেছে পাকিস্তান। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে পাকিস্তানের ১৬৭ রানের ইনিংসে রিজওয়ান বড় ভূমিকা রাখেন ৫০ বলে অপরাজিত ৭৮ রান করে। গত শনিবার পরের ম্যাচে নিউজিল্যান্ডের
বিপক্ষে রান তাড়া করতে নেমে রিজওয়ান মাত্র ৪ রান করেছিলেন। কিন্তু বাবরের ৫৩ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংসে পাকিস্তান ম্যাচ জেতে ৬ উইকেটে।
তবে আজ হ্যাগলি ওভালে পাকিস্তানের উদ্বোধনী জুটি স্থায়ী হয় মাত্র ৪.২ ওভার। ১৭ বলে ১৬ রান করে আউট হয়ে যান রিজওয়ান। এরপর দ্রুতই আউট হয়ে ফেরেন শান মাসুদ ও শাদাব খান। বাবর
এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। কিন্তু অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। বাবর যখন ফেরেন, পাকিস্তানের রান ৪ উইকেটে ৬৫। তিনি নিজে করেছেন ২৩ বলে ২১ রান।
বাবর-রিজওয়ান চলে যাওয়ার পর আর সেভাবে কেউ হাল ধরতে পারেননি। বরাবরের মতোই পাকিস্তানের মিডল অর্ডার ব্যর্থ হয়েছে আবার। মিডল অর্ডারে ইফতিখার আহমেদ ২৭ বলে ৩ চারে করেছেন ২৭ রান। আর শেষ দিকে আসিফ আলী ঝড় তোলার চেষ্টা করেও সফল হনননি। ২০ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে মারতে পেরেছেন ৩টি চার।
নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ব্রেসওয়েল। ইশ সোধি নিয়েছেন একটি উইকেট।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। অসুস্থা কাটিয়ে এ ম্যাচ দিয়ে মাঠে ফেরা নাসিম শাহ তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। ৩.১ ওভার বল করে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
কিউই ওপেনার অ্যালেন ৪২ বলে ১ চার ও ৬ ছয়ে ৬২ রান করে আউট হয়েছেন। তার উইকেটটি নিয়েছেন শাদাব। আরেক ওপেনার কনওয়ে ৪৬ বলে ৫ চারে ৪৯ রানে অপরাজিত ছিলেন। তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন অপরাজিত ৯ রান।