বৃষ্টিতে কপাল পুড়লো বাংলাদেশের। নারী এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচটি খেলতে পারলোনা জ্যোতিরা। আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই এশিয়া কাপ থেকে বাদ বাংলাদেশ। আর বৃষ্টি বিধাতার
আশীর্বাদে ইতিহাস গড়ে সেমিফাইনালে গেলো থাইল্যান্ড। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নিশ্চিত ছিল সেমিফাইনাল। তবে বাংলাদেশের সে পথটা আগলে দাঁড়াল বৃষ্টি। শঙ্কা আগে থেকেই ছিল, গতকালও বৃষ্টি হয়েছে সিলেটে। বৃষ্টির শঙ্কা ছিল আজও, সে শঙ্কাটাই সত্যি হলো আজ।
বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। দুই ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্তই হলো ম্যাচটা। তাতেই এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। এতে করে
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দু দল পেয়েছে এক পয়েন্ট করে। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। এক পয়েন্ট এগিয়ে থাকায় প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে থাইল্যান্ড।