1. Mijankhan298@gmail.com : Mijankhan :
  2. Bijoyerbangla@gmail.com : সময় সংবাদ : সময় সংবাদ
এক ইনিংসে তিন রেকর্ড গড়লো সাকিব - সময়য়ের সেরা খবর!
সদ্যপ্রাপ্ত:
আপন ভাইয়ের শাস্তি চেয়ে করে ফেসবুকে ক্রিকেটার এনামুলের স্ট্যাটাস কিন্তু কেন! কোহলির কৌশলকে উড়িয়ে দিয়ে আউট করলেন তাসকিন! জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টুয়েলভের জায়গা টিকিয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থতার মাঝে ঘুরপাক খাওয়া টাইগারদের নিয়ে অবিশ্বাস্য বার্তা মাশরাফির মাশরাফিকে আইকন করে আমিরসহ এই ৩ বিদেশি ভয়ংকর ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত, দেখুন দুই দলের শক্তিশালী একাদশ বিশ্বকাপের মূল পর্বে ‘একটা জয়ই বদলে দেবে সবকিছু’ বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই অবিশ্বাস্যভাবে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন

এক ইনিংসে তিন রেকর্ড গড়লো সাকিব

  • প্রাবলিশ করা হয়েছে : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৭৫৩ জন পড়েছে

২০৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ক্যাচ তোলেন ১১ রানে। গ্লেন ফিলিপসের সৌজন্যে আউট হওয়ার পরিবর্তে বাউন্ডারি পেয়ে যাওয়া সাকিব সেই সুযোগে টি-টোয়েন্টি ক্যারিয়ারের একাদশ ফিফটিটি তুলে

নেন। তবে ৬৭ রানে বদলি ফিল্ডার ব্লেয়ার টিকনার আবারও জীবন দেওয়ার পরও বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করে সাকিবের আউট হওয়ার আগেই অবশ্য ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

এই ইনিংসের মধ্য দিয়ে রিয়াদকে পেছনে ফেলে ছোট ফরম্যাটের এই ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন সাকিব। ৭০ রান করার ফলে টি-টোয়েন্টিতে এই মুহূর্তে দেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, এবং সর্বোচ্চ

অর্ধশতকের একক মালিক সাকিব। পরিসংখ্যান জানাচ্ছে, সাকিব টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন ১০৩টি, রান করেছেন ২১৩১, বল খেলেছেন ১৭৫৩টি। স্ট্রাইকরেট ১২১.৫৬ এবং ব্যাটিং গড় ২৩.৪২। ব্যাটিংয়ের পাশাপাশি সাকিব উইকেট নিয়েছেন ১২২টি, ইকোনমি ৬.৭১ বল

করে। দলের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টিতে ১১টি অর্ধ-শতক এই অলরাউন্ডারের। এছাড়া টি-টোয়েন্টিতে রানের দিক থেকে সাকিবের ঠিক পেছনেই রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ২১২১ রান করে, খেলেছেন ১৮১০ বল। ম্যাচ খেলেছেন ১২১টি, স্ট্রাইকরেট ১১৭.১৮, গড় ২৩.৫৭। রিয়াদের অর্ধ-শতক

টি-টোয়েন্টিতে ৬টি। টাইগারদের টি-টোয়েন্টি দলের সাবেক ওপেনার তামিম ইকবালের রান টি-টোয়েন্টিতে ১৭৫৮, বল মোকাবেলা করেছেন ১৫০০টি। ১১৭ স্ট্রাইক রেটে ব্যাট করে, গড় ২৪.০৮, অর্ধ-শতক করেছেন ৭টি।

সাবেক টি-টোয়েন্টি ক্রিকেটার মুশফিকুর রহিম করেছেন ১৫০০ রান, ১৩০৫ বল খেলে। অর্ধ-শতক করেছেন ৬টি। গড় ১৯.২৩, স্ট্রাইকরেট ১১৪.৯৪। লিটন দাস এই ফরম্যাটে ৫৮ ম্যাচ খেলে করেছেন ১১৬৯ রান, বল খেলেছেন ৯৩০টি। অর্ধ-শতক ৬টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন🙏

এই বিভাগের আরো খবর পড়ুন 👇
© All rights reserved © 2022
Site Customized By NewsTech.Com