সাকিবের সঙ্গে টস করতে নেমেছিলেন টিম সাউদি, বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। নেই ব্লেয়ার টিকনার ও মিচেল স্যান্টনারও। দলে ফিরেছেন মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনে।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট
দলে সৌম্য
অবশেষে দলে দুজন স্বীকৃত ওপেনার, মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। আজ নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও, আছেন ইবাদত হোসেনও। তাঁদের জায়গা করে দিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন।
টস
ত্রিদেশীয় সিরিজ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।