সিরিজে টিকে থাকতে হলে ২০৯ রানের বিশাল লক্ষ্যই তাড়া করতে হবে টাইগারদের। তাণ্ডব চালানো পিলিপস বলটা ঠিক সেভাবে ওঠেনি, আড়াআড়ি খেলতে গিয়ে স্টাম্পে বল ডেকে এনে বোল্ড হলেন। দেখা গেল ইবাদত হোসেনের স্যালুট। তবে এর
আগেই বাংলাদেশের যা ক্ষতি করে গেছেন ফিলিপস, খেলেছেন ২৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। ১৭তম ওভারে সাইফউদ্দিনের জোড়া আঘাতের পর নিউজিল্যান্ডকে ২০০-এর নিচে আটকে রাখার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল
বাংলাদেশের, ফিলিপস সেটি হতে দেননি। শুরুতে অ্যালেন ঝড়। মাঝে কনওয়ের মুগ্ধতা ছড়ানো ব্যাটিং। শেষে ফিলিপসের তাণ্ডব। ত্রয়ীর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে শেষ পর্যন্ত রানের পাহাড়ে নিউ জিল্যান্ড। টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০৮ রান তুলেছে নিউ জিল্যান্ড।
রান তাড়ায় ০ রানেই জীবন পেয়েছিলেন, ১০ রানে দাঁড়িয়ে দ্বিতীয় জীবনটাও পেলেন নাজমুল। এবার মিড অনে মোটামুটি সহজ ক্যাচ ফেলেছেন অধিনায়ক টিম সাউদি। নাজমুল
অবশ্য সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন, অ্যাডাম মিলনের বলটা আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে হারিয়েছেন স্টাম্প। বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে ২৪ রানে।
শান্ত ফিরলেও রানের গতি বাড়াচ্ছিলেন লিটন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। মেরে খেলতে গিয়ে হলেন ব্রেসওয়েলের শিকাল। আউট হওয়ার আগে করেছেন ১৬ বলে ২৩ রান। বাংলাদেশের স্কোর ৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান।