টস জিতে ফিল্ডিং নিলেও আলগা বোলিংয়ে শুরুতে দেদারসে রান নিয়েছেন কিউই দুই ওপেনার। বিশেষ করে শুরু থেকেই ঝড়ো শুরু করেছিলেন ফর্মে থাকা ফিন অ্যালেন। অবশেষে তার ঝড়
থামিয়েছেন শরীফুল। ১৯ বলে ৩ চার ও দুই ছক্কায় সাজঘরে ফিরেছেন ৩২ রানে। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ৪৫ রানে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৭ রানে ব্যাট করছে স্বাগতিকরা। কনওয়ে
১২ ও গাপটিল আছেন ১ রানে। অবশেষে বাংলাদেশ দলের ওপেনিংয়ে পরিবর্তন এনেছে টিম ম্যানেজম্যান্ট। মিরাজের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে
খেলেছিলেন তিনি। এছাড়া আজ একাদশে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনক ও পেসার ইবাদত হোসেনও আছেন। তাদের জায়গা করে দিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
বিশ্রামে আছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তাই সাকিবের সঙ্গে টস করতে নেমেছিলেন টিম সাউদি। দলে নেই ব্লেয়ার টিকনার ও মিচেল স্যান্টনারও। দলে ফিরেছেন মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।