৪৮ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ল টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৮ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলটির এটি তৃতীয় ২০০ ছাড়ানো ইনিংস। সব
মিলিয়ে ৪৮ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ল টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ২০৯ রান তাড়ায় সাকিব আল হাসানের দল থামল ২০ ওভারে ৭ উইকেটে
১৬০ রানেই। অধিনায়ক নিজে চেষ্টা করলেন ৪৪ বলে ৭০ রানের ইনিংসে। যথেষ্ট হলো না সেটি। অ্যাডাম মিলনের গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ব্যাটসম্যানদের। মাইকেল ব্রেসওয়েলের ওপর শুরুতে চড়াও
হওয়ার চেষ্টা করেছিলেন সাকিবরা, তবে এ অফ স্পিনার ঠিকই নিয়েছেন ২ উইকেট। চারে নামা সাকিবকে সেভাবে সঙ্গ দিতে পারেননি মিডল অর্ডারের কেউ। এমন রান তাড়ায় যে ধরনের জুটি প্রয়োজন, বাংলাদেশের সেটি হয়নি। ম্যাচ শেষে তাই
হতাশার কথাই জানালেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম নিউজিল্যান্ডের রানটা নাগালে রাখতে। কিন্তু বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পারেনি। বোলিংয়ে আমরা ব্যর্থ হওয়ার কারণে লক্ষ্যটাও ৩০-৪০ রান বেশি
হয়ে গেছে। ব্যাটসম্যানদের নিয়ে সাকিব বলেন, ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিশ্বকাপের আগে আমাদের ব্যাটিং নিয়ে আরো কাজ করতে হবে। তবে আজকে লক্ষ্যটা নাগালের বাইরে চলে যাওয়াতে ব্যাটসম্যানরা চাপ নিতে পারেনি।