রোববার অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের অষ্টম আসর শুরুর ঠিক দুদিন আগে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের
কাছে অনুমতি নিয়ে সাব্বির রহমান রুম্মন এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে সৌম্য সরকার এবং পেস বোলার শরিফুলকে দলে যুক্ত করেছে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো বাংলাদেশ। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিয়ে ১৫ সদস্যের মূল দলে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার ও শরিফুল
ইসলামকে। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলা দলগুলোর জন্য ১৫ থেকে ২১ অক্টোবর
খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আয়োজক কমিটি। এ সময়ে কোন কারণ ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। সেই সুযোগটি কাজে লাগিয়েই বিসিবি
পরিবর্তন আনলো। অবশ্য পরিবর্তন যে আসতে যাচ্ছে সেটার ইঙ্গিত আগেই মিলেছিল। স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য ও শরিফুল ত্রিদেশীয় সিরিজে ঠিকঠাক মেলে ধরতে না পারলেও তাদের ইনটেন্ট ভালো
থাকায় অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হওয়া দুই ক্রিকেটার সাইফউদ্দিন ও সাব্বির রহমানকে নিউজিল্যান্ড থেকে দেশে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরিফুল, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।