নাটকীয়তায় মোড়ানো ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। মিডলঅর্ডারে নেমে হায়দার আলি ও মোহাম্মদ নওয়াজের ইমপ্যাক্ট ইনিংসে জিতেছে বাবর আজমের দল। এশিয়া কাপ থেকে মিডলঅর্ডার নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচেই মিডলঅর্ডারে ভেঙে নতুন পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। যার সুফলও ভোগ করেন তারা। আর আজ সেই মিডলঅর্ডারই জিতিয়েছে পাকিস্তানকে। ২২ বলে দুই বাউন্ডারি ও ৩ ছক্কায়
অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ নওয়াজ। বাংলাদেশের বিপক্ষে মিডলঅর্ডারে নেমে যিনি করেছিলেন ২০ বলে ৪৫ রান। ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন হায়দার আলি।এছাড়া একটি করে বাউন্ডারি ও ছক্কায় ১৪ বলে ২৫
রানের ইমপ্যাক্ট ইনিংস খেলেছেন ইফতেখার।এ তিন ইনিংসের সুবাদে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ সিরিজ জিতেছে পাকিস্তান।শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে অবশ্য এ জয়ের কৃতিত্ব
দলের সবাইকে ভাগ করে দিলেন বাবর আজম। এ সিরিজ জয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করতে সহায়ক হবেও বলে জানালেন তিনি।পকিস্তান অধিনায়ক বললেন, ‘দল যেভাবে খেলেছে সব কৃতিত্বের দাবিদার
আমাদের ক্রিকেটাররা সবাই। ডেথ ওভারের দিকে দুর্দান্ত বোলিং করেছে হারিস-নাসিমরা। আমাদের মিডলঅর্ডার আজ অসাধারণ খেলেছে। বিশেষ করে হায়দার এবং নওয়াজ তো অবিশ্বাস্য ইনিংস খেলেছে। ধীরগতির
উইকেটের কারণে টসে জিতে (ফিল্ডিং নিয়েছি)। আমাদের এখন থেকে এগিয়ে যেতে হবে এবং মাঠে পারফর্ম করতে হবে। এ জয় অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে
দেবে নিশ্চিত। ’উইকেট স্লো হওয়ার পরও ফিল্ডিং নেয়া প্রসঙ্গে বাবর বলেন, ‘উইকেট দেখার পরও টসের সময় আমি আমার চিন্তা পরিবর্তন করিনি। উইকেটও তেমনটাই ছিল (কিছুটা স্লো)।