মালদ্বীপের ঘরোয়া ফুটসাল টুর্নামেন্টের এক ম্যাচে একাই ১১ গোল করেছেন সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আরেক বাংলাদেশি মাতসুশিমা সুমাইয়া করে’ছেন ৬ গোল। তাতে তাদের দল
ধিবেহি সিফাইং ২৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্লাব এমওয়াইএসকে। শুধু মালদ্বীপে না, সব ধরনের ফুটবলেই সাবিনা রীতিমতো গোলের বন্যা বইয়ে দেন। নে’পালে সাফ জেতার মিশনেও তিনি প্রতিপক্ষের জন্য
ভয়ঙ্কর এক নামে পরিণত হয়েছিলেন। পুরো আসর মাতিয়ে গোল্ডেন বুট জেতেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। শিরোপা জে’তার পথে ৮টি গোল করেন তিনি। আসরের শুরু থেকেই নিজের পায়ের জাদু দেখিয়ে গেছেন
বাংলাদেশ অধিনায়ক। গ্রুপপর্বে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দে’য়ার ম্যাচে জোড়া গোল করেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে তুলে নেন আসরে নিজের প্রথম হ্যাটট্রিক। গ্রুপপর্বের ওই ম্যাচে
পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে ৩ গোল করে আসরে নি’জের দ্বিতীয় হ্যা’টট্রিক তুলে নেন সাবিনা। আর তাতে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় সবাইকে ছাড়িয়ে যান তিনি।