ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এখন পর্যন্ত সাত আসরে ৩১ ম্যাচের ৩০ ইনিংসে ১১০.১ ওভার বল করে ৭০৯ রান দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের শিকার ৪১
উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ২৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।তবে এই বিশ্বকাপে খেলছেন, তাদের মধ্যে উইকেট শিকারে সাকিবের ধারেকাছে কেউ নেই। এবারের বিশ্বকাপে অংশ নেওয়াদের
মধ্যে সাকিবের পর আছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ১৮ ম্যাচে তার শিকার ২৬ উইকেট। এরপর আছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ১৭ ম্যাচে ২৪ উইকেট শিকার করেছেন তিনি।সেরা বোলিং গড় ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রির। তার গড় ১৩.৫৮। সেরা
ইকোনমি রেট ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইনের। ৫.১৭। সেরা বোলিং ফিগার শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মেন্ডিস ৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এক আসরে
সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কান স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার। গত আসরে তার শিকার ছিল ১৬ উইকেট। এবারের আসরে বাংলাদেশের দলটি বেশ নড়বড়ে। ভালো কিছু করতে অলরাউন্ডার সাকিবের দিকেই তাকিয়ে থাকবে দল।