টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের লড়াকু টার্গেট দিয়েছে নামিবিয়া। আজ (রোববার) অস্ট্রেলিয়ার জিলংয়ে টসে হেরে ব্যাট করতে নেমে জ্যান ফ্রাইলিঙ্ক
জেজে স্মিথের দুর্দান্ত ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৬৩ রান তোলে নামিবিয়া।ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারায় নামিবিয়া। ৬ বলে ৩ রান করে ফেরেন ওপেনার মাইকেল ভ্যান
লিঙ্গেন। আরেক ওপেনার ডিভান ককও সুবিধা করতে পারেননি। ৯ বলে ৯ রান করে আউট হন তিনি। দলীয় ৩৫ রানে তৃতীয় উইকেট হিসেবে ক্রিজ ছাড়েন জ্যান নিকোল লফটি-ইটোন। ১২ বলে ১ চার
ও ২ ছক্কায় ২০ রান করেন তিনি। অধিনায়ক জেরার্ড এরাসমাস ২০ রান করেন। শেষে চমক দেখান জ্যান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিথ। ২৮ বলে ৪ বাউন্ডারিতে ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক।
আর ১৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৩১ রান নিয়ে অপরাজিত ছিলেন স্মিথ। শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা,
চামিকা করুনারত্নে ও ভানিন্দু হাসারাঙ্গা।জবাবে শুরুতেই নামিবিয়ার বোলিং তান্ডবে দিশেহারা শ্রীলঙ্কা। নিসাঙ্কা ও কুসল মেন্ডিস ওপেন করতে নেমে ১ম ওভারে করে ৮ রান।
১.৪ ওভারে ডেভিড উইজ ৬ বলে ৬ রান করা কুসল মেন্ডিসের উইকেট তুলে নেয়।শ্রীলঙ্কা ১২ রানে ১ উইকেট হাড়ায়। ব্যাটে নামে ধনঞ্জয়া ডি সিলভা। ২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর
হয় ১ উইকেটে ১৩ রান। ৩.২ ও ৩.৩ ওভারে বার্নার্ড স্কোল্টজ তুলে নেন পথুম নিসাঙ্কা ও দানুশকা গুনাথিলাকার উইকেট। শ্রীলঙ্কা ২১ রানে ৩ উইকেট হাড়ায়। দানুশকা গুনাথিলাকার আউট হলে ব্যাটে আসে ভানুকা রাজাপাকসে।
৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর হয় ৩ উইকেটে ২২ রান।৫ম ওভারে ওঠে ৮ রান।৬.২ ওভারে আবার জ্যান ফ্রাইলিংকের তান্ডব ১১ বলে ১২ রান করা ধনঞ্জয়া ডি সিলভার উইকেট তুলে নেন তিনি।শ্রীলঙ্কা ৪০
রানে ৪ উইকেট হাড়ায়।ব্যাটে নামে দাসুন শানাকা।। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর হয় ৪ উইকেটে ৪২ রান।৮ তম ওভারে শ্রীলঙ্কার ব্যাট থেকে আসে ১০রান।৯ তম ওভারে শ্রীলঙ্কার ব্যাট থেকে আসে ৮রান।
১০ম ওভারে শ্রীলঙ্কার ব্যাট থেকে আসে ১২রান।১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর হয় ৪ উইকেটে ৭২ রান।১১.৩ ওভারে বার্নার্ড স্কোল্টজ ২১ বলে ২০ রান করা ভানুকা রাজাপাকসের উইকেট তুলে নেন।শ্রীলঙ্কা ৭৪ রানে
৫ উইকেট হাড়ায়। ব্যাটে নামে হাসরাঙ্গা। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর হয় ৫ উইকেটে ৭৫ রান।১২.৩ ওভারে ৮ বলে ৪ রান করা হাসরাঙ্গা উইকেট তুলে নেয় বার্নার্ড স্কোল্টজ।শ্রীলঙ্কা ৮০ রানে ৬ উইকেট হাড়ায়।
ব্যাটে নামে চমিকা করুনারত্নে। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর হয় ৬ উইকেটে ৮৩ রান।১৩.৬ ওভারে ২৩ বলে ২৯ রান করা শানাকার উইকেট তুলে নেয় জ্যান
ফ্রাইলিংক।শ্রীলঙ্কা ৮৮ রানে ৭ উইকেট হাড়ায়। ব্যাটে নামে চমিকা করুনারত্নে। ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর হয় ৭ উইকেটে ৮৮ রান।১৪.২ ওভারে ডাক মেরে রান আউট হয়ে ফেরে চমিকা করুনারত্নে।
১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর হয় ৮ উইকেটে ৯১ রান।১৫.২ ওভারে ৫ বলে ৮ রান করা করুনারত্নেকে ফেরান জেজে স্মিট।১৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর হয় ৯ উইকেটে ৯৫ রান। শেষ
উইকেটে প্রতিরোধ গড়লেও জয় পায় নি শ্রীলংকা। ১৯.৬ ওভারে শেষ উইকেট তুলে নেয় উইসে। শ্রীলঙ্কা ১০৮ রানে অল আউট হয় তাতে নামিবিয়া ৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পায়।