টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র দুটি আসরে অংশগ্রহণ করেছে নামিবিয়া। তাতেই আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্রের বিপক্ষে ২টি ম্যাচে জয় পেয়েছে তারা। ২০২১ সালের আসরে
আয়ারল্যান্ডকে হারানোর পর রোববার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে
প্রথম আসর থেকে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল টাইগাররা। লাল সবুজের প্রতিনিধিরা এরপর আরও ৬ ম্যাচে জিতলেও
কোনোটিই পূর্ণ সদস্য রাষ্ট্রের বিপক্ষে নয়। ২০১৪ সালের আসরে আফগানিস্তান ও নেপালকে, ২০১৬ সালে নেদারল্যান্ডস ও ওমানকে এবং ২০২১ সালে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের মতো
জিম্বাবুয়েও প্রথম আসরে চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচেই তারা হারিয়ে দেয় অস্ট্রেলিয়ার মতো শক্তিধর রাষ্ট্রকে। এরপর আর
মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে তারা, তবে সেগুলো পূর্ণ সদস্য রাষ্ট্র নয়। এদিকে, পূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার সমান জয় আফগানিস্তান, নেদারল্যান্ডস ও
আয়ারল্যান্ডসের। টি-টোয়েন্টির বিশ্ব আসরে আফগানিস্তান জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। নেদারল্যান্ডস দুবারই হারিয়েছে ইংল্যান্ডকে। আয়ারল্যান্ডের দুটি জয় বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে।