টস হেরে ব্যাট করা স্কটল্যান্ড ৫ উইকেটে ১৬০ রান জমা করেছে স্কোরবোর্ডে। যার পেছনে বড় অবদান জর্জ মানসির। ৫৩ বলে ৬৬ রানে অপরাজিত থেকেছেন। জবাবে দলটির ধীর গতির বোলারদের নৈপুণ্যে
খেই হারায় ওয়েস্ট ইন্ডিজ। অথচ ৫.৪ ওভারে একটা পর্যায়ে ১ উইকেটে তারা ৫৩ রান তুলে ফেলেছিল! সেখান থেকে মাত্র ২৬ রানে পড়েছে ৭ উইকেট!বামহাতি স্পিনার মার্ক ওয়াট ছিলেন সবচেয়ে সেরা। ১২ রানে ৩ উইকেট
নিয়েছেন। অফস্পিনার মাইকেল লিস্ক তো বিপজ্জনক নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েলের উইকেট নিয়েছেন। টপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুটিটি ভেঙেছেন ডানহাতি পেসার ব্র্যাড হুইল। অসাধারণ
এই নৈপুণ্যের পর টানা দ্বিতীয়বার সুপার টুয়েলভে খেলার অপেক্ষায় স্কটল্যান্ড। এমন অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বেরিংটন বলেছেন, ‘ছেলেরা আজ রাতে যা করেছে, তাতে আমি সত্যিকার
অর্থে অনেক গর্বিত।’‘জয়টা আমাদের কাছে বিশেষ।’ টুর্নামেন্ট পরাজয়ে শুরু করায় র্যাঙ্কিংয়ের সাত নম্বর দল ওয়েস্ট ইন্ডিজকে পরের পর্বে যেতে হলে বাকি দুটি ম্যাচই জিততে হবে।