ইতিহাস গড়লেন আয়ান খান। সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনন্য নজির গড়লেন সংযুক্ত আরব আমিরাতের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। আজ রোববার বিশ্বকাপের প্রথম দিন দ্বিতীয় ম্যাচে
নেদারল্যান্ডসের মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত। আর এ ম্যাচে আমিরাতের একাদশে জায়গা পেয়েই মাইলফলকে পা রাখেন আয়ান খান। রেকর্ডটি গড়তে আয়ান পেছনে ফেলেন
পাকিস্তানের মোহাম্মদ আমিরকে। রেকর্ড গড়ার দিনে আয়ানের বয়স ১৬ বছর ৩৩৫ দিন। বিশ্বের আর কোনো ক্রিকেটারই টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ বছরের নিচে খেলতে পারেননি। এর আগে ইংল্যান্ডে
অনুষ্ঠিত ২০০৯ আসরে ১৭ বছর ৫৫ দিন বয়সে খেলতে নেমে আগের রেকর্ডটি গড়েছিলেন বাঁহাতি পেসার আমির। আয়ানের আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। যেখানে দুবাইয়ে দুই
ম্যাচের সিরিজে তিনি উইকেট নেন ৩টি। এই ক্রিকেটারের জন্ম ভারতের গোয়ায়। বাবার হাত ধরে ছোট বেলাতেই আমিরাতে পাড়ি জমান। এরপর গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়েন।