টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি করতে পারেনি ধুঁকতে থাকা
টাইগাররা। প্রস্তুতি ম্যাচেই খুব বাজে অবস্থা বাংলাদেশ দলের। আফগানিস্তানের মুখোমুখি হয়ে নিশ্চিত পরাজয়ের মুখে বাংলাদেশ। আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে ৪৭ রানেই ৭ উইকেট হারিয়েছে টাইগাররা।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেমে শুরুতেই মহা বিপদে পদড়ে বাংলাদেশ। ৫ম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারিয়ে বিপদ বাড়িয়েছেন সাকিব আল হাসান এবং আফিফ হোসেন ধ্রুব। ২৬ রানে মাথায় হারায় ৪ উইকেট। ২৮ রানে
৫ম এবং ৪৬ রানের মাথায় হারায় ৬ষ্ঠ উইকেট। রান তাড়া করতে নেমে আজও মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয়। তার সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। ১৬১ রানের লক্ষ্যে
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৯ রান সংগ্রহ করে দুই ওপেনার। নাজমুল হোসেন শান্ত এ সময় ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান।
এরপর ব্যাট করতে নেমে ৪ বল খেলে মাত্র ১ রান করেই বিদায় নেন সৌম্য সরকার। সাকিব আল হাসানও আউট হলেন একইভাবে। ৪ বল খেলে করেন ১ রান। আফিফ হোসেন ধ্রুব তো গোল্ডেন ডাক মেরেই
বিদায় নিলেন। সপ্তম ওভারের প্রথম বলে আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান ইয়াসির আলী রাব্বিও। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান।