বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার হলো মোহাম্মদ আশরাফুল। তার হাত ধরেই বাংলাদেশ এক সময় অস্ট্রেলিয়া ছাড়াও বড় দল গুলোকে হারাতে শিখে। কিন্তু বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন এই ক্রিকেটার। তবে নিয়মিত ঘরোয়া লিগ খেলে
যাচ্ছেন তিনি। তবে এই দিন ব্যাট হাতে ভালো করতে পারেননি এই এক সময়কার সুপারস্টার আশরাফুল।ঢাকা শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে ব্যাটারদের ওপর বোলারদের দাপট দেখা যায়। কিন্তু কক্সবাজারের শেখ কামাল
স্টেডিয়ামে খুলনার বিপক্ষে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বরিশালের দুই ব্যটার ফজলে মাহমুদ এবং সালমান হোসেন।দুই নাম্বার টায়ারের এ ম্যাচে শুরুতে চরম বিপর্যয়ের মুখে পড়ে বরিশাল। মাত্র ৮ রানে দুই ওপেনার রাফসান মাহমুদ (৬)
আর মোহাম্মদ আশরাফুল (২) আউট হওয়ার পর তৃতীয় উইকেটে বরিশালের ত্রাণকর্তা হন অধিনায়ক ফজলে মাহমুদ আর মিডল অর্ডার সালমান।চাপের মুখে তৃতীয় উইকেটে ১০৮ রানের কার্যকর পার্টনারশিপ গড়ে দেন তারা। ফজলে রাব্বির
ব্যাট থেকে আসে ১০২ বলে ৬৩ রান। আর সালমান ২৮৮ মিনিট উইকেটে থেকে ২০১ বলে করেন ৭৯ রান। তাদের হাত ধরেই দু’শর ঘরে পা রাখে বরিশাল।দিন শেষে ফজলে মাহমুদ রাব্বির দলের সংগ্রহ ৭ উইকেটে ২১০। খুলনার বোলারদের
মধ্যে আব্দুল হালিম ও আশিকুর দুটি করে উইকেট পান।বরিশাল প্রথম ইনিংস: ২১০/৭, ৯০ ওভার (রাফসান ৬, আশরাফুল ২, ফজলে মাহমুদ ৬৩, সালমান ৭৯, মঈন খান ২২, আবু সায়েম ১৪; আশিকুর ২/ ৪০, জিয়া ১/১৬, আব্দুল হালিম ২/৩৫, মেহেদি ১/৩৪, টিপু সুলতান ১/৩২)।