ছৈয়দ কামাল,দৈনিক সময় ফেনী প্রতিনিধি:ফেনীতে করোনা উপসর্গ নিয়ে একের পর এক মৃ’ত্যু।ফেনীর ছাগলনাইয়া পৌরসভা এলাকায় করোনা উপসর্গ নিয়ে একের পর এক ম’রছে মানুষ।কীট সংকটে গত ১৩ দিন যাবত এই উপজেলায় করোনা নমুনা পরীক্ষা বন্ধ
রয়েছে।গত ২৩ জুন ছাগলনাইয়া উপজেলাব্যাপী নারী পুরুষ মিলে একদিনে মা’রা গেছে ৭ জন।যাদের মধ্যে শুধু একজনকে বিশেষ ব্যাবস্তায় দাপন করা হয়েছে।দীর্ঘদিন করোনা নমুনা পরীক্ষা বন্ধ থাকায় বাকী মৃ’তদের মধ্যে কারা করোনা
আক্রান্ত অথবা করোনা আক্রান্ত না সেটাই নিশ্চিত করা যায়নি।এদিকে ছাগলনাইয়ায় করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে আলাদা কোন ব্যাবস্ততা না থাকায় গত ছাগলনাইয়া পৌরসভাধীন ২ নং দক্ষিণ সতর গ্রামের,কাজী
পাড়া হাজী বাড়ীর ব্যাংক কর্মচারী আবু ছৈয়দ হেঞ্জু মিয়া নামের জৈনক ব্যাক্তির দেহে করোনা উপসর্গ দেখা দিলে,তার পরিবারের লোকজন তাকে চিকিৎসা দেওয়ার লক্ষে রাজধানী ঢাকায় নিয়ে শহরের এজেটএম হাসপাতালে ভর্তি
করালে,২৪ জুন বিকাল সাড়ে পাঁছটায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংক কর্মচারি হেঞ্জু মিয়া করোনা উপসর্গ নিয়ে নিয়ে মৃ’ত্যু বরণ করেন।
২৫ জুন বুধবার সকাল সাড়ে ৭ টার সময়
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার কুইক রেসপন্স টিমের উপদেষ্টা সাজিয়া তাহের এর সার্বিক তত্বাবধানে বিশেষ ব্যাবস্তায় মরহুমের দা’ফন কার্য সম্পন্ন করেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার কর্তৃক গঠিত কুইক রেসপন্স টিমের সদস্যগণ।
এবার নতুন করে এলাকাভিত্তিক লকডাউনের চিন্তা করছে সরকার